মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার গত ২০১২ সালের ১৯ জুন প্রতিষ্ঠা করা হয়। উক্ত সেন্টারে ১০৯ নম্বরটি টোলফ্রি হেল্পলাইন হিসেবে চালু করা হয়।
হেল্পলাইন সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। ইতোমধ্যে হেল্পলাইনের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারেন।
Featured Product
সিঙ্গাপুর ভিসা (চাকুরীজীবী)
কোরিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
US Visa for Retired Person
বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে হেল্পলাইন সেন্টার কার্যকরী ভূমিকা পালন করছে। তাই নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে কিংবা আশংকা দেখা দিলে সহায়তার জন্য যেকোনো টেলিফোন বা মোবাইল থেকে টোলফ্রি ১০৯ নম্বরে ফোন করতে পারেন যে কেউ।
৪৮৭ বার পড়া হয়েছে





