মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার গত ২০১২ সালের ১৯ জুন প্রতিষ্ঠা করা হয়। উক্ত সেন্টারে ১০৯ নম্বরটি টোলফ্রি হেল্পলাইন হিসেবে চালু করা হয়।
হেল্পলাইন সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। ইতোমধ্যে হেল্পলাইনের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারেন।
Featured Product
Australia Visa for Lawyer
Manila 5D/4N
Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N
বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে হেল্পলাইন সেন্টার কার্যকরী ভূমিকা পালন করছে। তাই নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে কিংবা আশংকা দেখা দিলে সহায়তার জন্য যেকোনো টেলিফোন বা মোবাইল থেকে টোলফ্রি ১০৯ নম্বরে ফোন করতে পারেন যে কেউ।
৩৭৭ বার পড়া হয়েছে