বর্তমানে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চায়না থেকে সরাসরি বিভিন্ন পণ্য দেশে এনে ব্যবসা করে থাকেন, আর আমাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে বাংলাদেশ থেকে চায়না ভিসার জন্য আবেদন করতে হয়? আর তাই আজ আমরা জানবো বাংলাদেশ থেকে চায়না ভিসার জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে।
চায়না ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১।পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ১ থেকে ২ লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট
৩। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে।
৪। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি।
৫। ছবি ২ কপি ৩৩×৪৮ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
Featured Product
Maldives (Paradise Island) 3D/2N
Kandy- Negombo & Colombo 5D/4N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড ৭দিন ৬ রাত
ফিসঃ
সিঙ্গেল এন্ট্রিঃ ২,৬৫০ টাকা।
ডাবল এন্ট্রিঃ ৪,০০০ টাকা।
৬ মাসের মাল্টিপলঃ ৫,৩০০ টাকা।
দু্ই বছরের মাল্টিপল ভিসাঃ ৮,০০০ টাকা।
ভিসা প্রসেসিং সময়ঃ ৫ থেকে ১০ দিন।
আর্জেন্ট ডেলিভারি নিতে চাইলে অতিরিক্ত ৪,০০০ টাকা দিতে হবে (সময় ৩ দিন)।
৩৬০ বার পড়া হয়েছে