দীর্ঘ বন্ধের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। পরতে হবে মাস্ক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ জানিয়েছেন, করোনা মহামারির কারণে বণ্যপ্রাণি ও দর্শনার্থীদের ঝুঁকি বিবেচনায় প্রায় চার মাস বন্ধ রাখা হয়েছিল। মাস্ক ছাড়া কেউ টিকেট কাটা ও ভেতরে ঢোকার সুযোগ পাবেন না।

এরআগে ১৯ আগস্ট বেশকিছু শর্ত দিয়ে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়। তবে ঝুঁকি বিবেচনায় সেসময় খোলা হয়নি চিড়িয়াখানা। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছর ডিসেম্বর পর্যন্ত মাসের প্রথম রবিবার দর্শনার্থীরা বিনা টিকেটে ঢুকতে পারবেন চিড়িয়াখানায়।

দেশে করোনা সংক্রমণা মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় ২ এপ্রিল থেকে বন্ধ রাখা হয় জাতীয় চিড়িয়াখানা। এ বিষয়ে সিদ্ধান্ত নেয় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত  মিরপুরের জাতীয় চিড়িয়াখান ও রংপুর চিড়িয়াখানায় যেতে পারবেন দর্শনার্থীরা।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চিড়িয়াখানার প্রাণিদের সুরক্ষা নিশ্চিতের জন্য  নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। তাদের নিরাপত্তায় নিজস্ব ব্যবস্থাপনায় কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



১৫৪ বার পড়া হয়েছে