লোন- ব্যবসায় অন্যতম অনুষঙ্গ। নতুন শুরু করা যে কোন ব্যবসার মাঝপথে অর্থ সংকট দেখা দিতে পারে সে ক্ষেত্রে লোন নেওয়া ছাড়া উপায় থাকে না। মাঝপথে ব্যবসা ফেলে ফিরে আসা সম্ভব নয় তাই অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হলেও ঋন আবশ্যক হয়ে দাঁড়ায়। এসব ক্ষেত্রে সতর্কতার সাথে ঋন নিতে হবে যেন ঋন ব্যবসাকে গিলে না খায়- অত্যান্ত বিচক্ষনার সাথে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আপনি কোন ধরনের ঋন চান- স্বল্পমেয়াদি, নাকি দীর্ঘ মেয়াদী। প্রথিবীর প্রায় সকল সফল ব্যবসায়ীদের পরামর্শ- ঋন নিতে হলে নিন স্বল্পমেয়াদি। কেননা এটি শোধ করতে আপনাকে বেগ পেতে হবে না। ঋন থাকবে সাধ্যের মধ্যে। শোধ করে দিন নির্ধারিত সময়ের আগেই। নইলে ঋন একদিন কব্জা করবে আপনার সমস্ত কে।

দীর্ঘমেয়াদী ঋন হয়তো আপনার জীবনে গতি আনবে, স্বাচ্ছন্দ্য আনবে, ব্যয়ের সঙ্গতি আনবে। সম্প্রসারণও হবে ব্যবসার। নতুন বাড়ি, অ্যাপার্টমেন্ট, চাকচিক্য হবে আপনার। কিন্তু একবার ভেবেছেন কি, তা কাঁধে চেপে বসবে সিন্দাবাদের ভূতের মতো। রাতে আপনার ঘুম হবে না। জীবন থেকে পালাবে স্বস্তি আর শান্তি। আপনার চোখের সামনেই দেখুন, ঋন শোধ করতে না পেরে বিলাসী জীবন-যাপনকারী কত ব্যবসায়ী, কয়েক বছর পরই মাথা হেঁট করে এক কাপড়ে বেরিয়ে যাচ্ছে সেই জৌলুস মাখানো বাড়ি থেকে। এক সময়ের কোটি কোটি টাকার মালিক, হয়ে পড়ছে কপর্দকশুন্য।

তাই সাধ্যের বেশি ঋন করতে নেই। ঋণ দিয়ে জীবনের উচ্চাশা পুরনের প্রবনতাও সঠিক নয়। ঋন কম নিতে হবে। জীবন যাপন হবে সাধারণ। বিনিয়োগ বাড়াতে হবে। সঞ্চয় করতে হবে। এ পথেই প্রকৃত ধনী হওয়া সম্ভব। অন্যের কাছে যাতে হাত পাততে না হয়, সে জন্য সঞ্চয় করতে হবে। নিরুপায় হয়ে ঋন যদি নিতেই হয়, তা যেন থাকে সাধ্যের মধ্যে, সহজেই শোধ করা যায়।

ব্যবসায়িরা নিজেরাও ভোক্তা। ভোক্তা যেমন চান, ব্যবসায়ীরা মুনাফা কম করুক, ব্যবসায়িদেরও তাই করা উচিত। কেননা অধিক মুনাফার দিকে ঝুঁকলে বিক্রি কমে যায়, বিক্রি কমলে অর্থ সমাগম কম হয়, কখনো কখনো পণ্যের বাজারদর নেমে যায়। তাই একজন ব্যবসায়ীকেও নিজের জন্য বা ব্যবসায়ের জন্য খুচরা পণ্য কেনার সময় বাজার মুল্য জেনে দর কষাকষি করতে হবে, সঞ্চয় করতে হবে। এতে অন্যরা ধার দেওয়ার সুযোগ পাবে না। প্রয়োজনে ব্যবসায় ঝুঁকি নিতে হবে। নিতে হয়ও। কিন্তু সে ঝুঁকি সামাল দেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ্য থাকতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Vietnam & Cambodia 7D/6N

মূল্য: 65,900 Taka

সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন

মূল্য: ৫,৪০০ টাকা

সবসময় মনে রাখা ভালো ঋনের টাকায় পাওয়া জীবনের গতি, সম্মান, মর্যাদা, কিংবা উচ্চাশা, সবই হতে পারে সাময়িক। কেননা ঋন পরিশোধে ব্যর্থ হলে সে সব আপনাকে ছেড়ে চলে যাবে। নিঃস্ব আপনি হয়ে পড়বেন কপর্দকশুন্য। নামতে হবে পথে। তার চেয়ে বরং ব্যবসায় থাকুন, ধীরে ধীরে উন্নতির সোপানে উঠুন। আর নিজেকে সুরক্ষিত রাখতে- ঋন নয়, সঞ্চয় বাড়ান।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২০৯ বার পড়া হয়েছে