ঘর সাজানোর বিশেষ কোনো নিয়ম না থাকলেও ক্ষেত্রে খুব সাধারণ কিছু ভুল করে অনেকে। ঘরের সাজ সেই ঘরের মানুষটির ব্যক্তিত্ব ও রুচির পরিচয় বহন করে। তাই এড়িয়ে চলতে হয় চোখে পড়ার মতো সাধারণ কিছু ভুলভ্রান্তি।

# শহুরে জীবনে দুই রুমের ফ্ল্যাট পছন্দের তালিকায় রাখতে পারো। সম্ভব হলে কোন রুমে কেমন রং পছন্দ, সেটি আগে থেকে নির্বাচন করে দাও। গাঢ় রং সাধারণত বড় রুমের জন্যই বেশি সুন্দর। কিন্তু ছোট আকারের কক্ষের জন্য মোটেও ভালো নয়। বরং ছোট আকারের রুমকে কিছুটা বড় দেখাতে হালকা রং ব্যবহার করতে পারো। এতে রুমটি খোলামেলাও মনে হবে। পুরো ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে দেয়ালের রং নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রাখে।
# নতুন সংসারে গুলিয়ে যায় সাজানোর ধরন। খুব সুন্দরভাবে সাজানো ঘরের পুরো সৌন্দর্যটাকে ঢেকে দিতে পারে এর অগোছালো অবস্থা। জিনিসপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা বা অতিরিক্ত জিনিস রাখলে সুন্দর কক্ষটিও বিদঘুটে দেখাবে।
# শোবার ঘরে কোনো সোফা রাখলে তার পেছনের দেয়ালে ছবি পছন্দের ক্ষেত্রে একটি সাধারণ ভুল করা হয়। সোফার আকারের অর্ধেক পর্যন্ত জায়গা নিয়ে ছবি দিতে পারো। এর বেশি নয়। ঘর সাজানোর সময় বিশেষ করে এটি মাথায় রাখবে।
# ঘর সাজানোর জন্য অবশ্যই মনে রাখতে হবে সেখানে কে থাকবে। গেস্ট রুম অথবা চাইল্ড রুমের জন্য ঘরের প্রতিটি আসবাবপত্রের জন্য আলাদা রং ও প্যাটার্ন চুজ করতে হবে। তাই নতুন সংসারে হলেও সব দিক দিয়ে মাথায় রাখতে হবে এসব বিষয়।
# যদি কোনো দেয়াল, টেবিল বা তাক খালি খালি লাগে, তাহলে দুম করে সেই শূন্যস্থান পূরণের জন্য ঘর সাজানোর সামগ্রী কিনে ফেলবে না। এ ধরনের চর্চা করলে একটা সময় দেখবে, বাসাটি হয়ে উঠবে আবর্জনাপূর্ণ। ভুলটি আরও ভয়াবহ আকার ধারণ করবে, যদি ছবি অথবা টুকিটাকি সাজানোর জিনিসের পরিবর্তে শুধু ঘর ভরানোর জন্য আসবাব কিনো। এ ধরনের অপরিকল্পিত কেনাকাটা পুরো বাসার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।
# ঘর সাজাতে গিয়ে কোনটা ছেড়ে কোনটা কিনব, এ রকম দশা হয় অনেকেরই। হুটহাট কোনো আসবাব কেনার পর দেখা যায় তা কোনোভাবেই আরামদায়ক বা স্বস্তিকর নয়। ফলে আস্তে আস্তে জমতে থাকে অনেক বেমানান ও অপ্রয়োজনীয় জিনিস। তাই সাবধান হও।
# কারও বাড়িতে গিয়ে সাজানোর ঘর দেখে কিংবা কোনো ম্যাগাজিনে গৃহসজ্জার ধরন দেখে তুমি একেবারে মুগ্ধ। কিন্তু যদি তার মতো করে ঘর সাজাতে চাও, তাহলেই বিপদ। কারণ তোমার ঘরের আকার, আয়তন কিংবা আসবাব এক নয়। তাই ঘর সাজানোর সময় পার্থক্যটি সব সময় মাথায় রাখতে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৩১৯ বার পড়া হয়েছে