ইনজিনিয়াস হেলথ কেয়ার, সৌহার্দ্য ফাউন্ডেশন ও ট্রাই ফাউন্ডেশন – তিন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে করোনার সময়ে মানুষকে জরুরি চিকিৎসা বিনা মূল্যে দিতে। ‘নিজ বাড়ি নিজ হাসপাতাল করোনামুক্ত বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে তাঁরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

উদ্যোক্তারা জানান, গত ৯ আগস্ট থেকে মাঠপর্যায়ে তাঁরা এই প্রকল্পের কাজ শুরু করেন। মোহাম্মদপুরের খিলজি রোড, পিসি কালচার হাউজিং সোসাইটি, বাবর রোড, হুমায়ন রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এসব এলাকার ৩ হাজার ১৬৫টি পরিবারের ১২ হাজার ৬৬৬ জন এই সেবাদান প্রকল্পের আওতায় এসেছে। এর মধ্যে যাঁদের করোনা রোগাক্রান্ত ও উপসর্গ ছিল, তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৮২ জন বিনা মূল্যে সেবা নিয়েছেন এবং ১৯ জন করোনা রোগী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে সুস্থ হয়েছেন।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

Email Marketing

মূল্য: ৫,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪৯৬ বার পড়া হয়েছে