উত্তরের জনপদ পঞ্চগড়ে মাঘের শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। দিনভর কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা। গত চারদিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি পঞ্চগড়ে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরের পর সূর্যের আলো দেখা গেলেও তাপ ছড়ানোর আগে আবারও সূর্য ঢেকে যায়।

সপ্তাহজুড়ে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮-১১ এর মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। টানা মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন স্থানীয়রা। কনকনে শীতে বেশি দুর্ভোগে পরেছেন রিকশা ও ভ্যানচালক, শ্রমিক, কৃষি শ্রমিকসহ খেটে-খাওয়া মানুষেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

হিমালয় কন্যা বলে পরিচিত পঞ্চগড়ে দেশের অন্য যেকোনো এলাকার তুলনায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। শীতকাল জুড়ে অধিকাংশ সময় সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বৃহস্পতিবারও পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ এর মধ্যে অবস্থান করা অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ ডিগ্রি ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Source: jagobdnews24

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৯১ বার পড়া হয়েছে