ছয় ঋতুর দেশ ‘বাংলাদেশ’। তবে শীত কাল আসলেই যেন বাজারে দেখা মিলে বাহারি রকমের শাক-সবজির। শিম, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে কোনো কিছুরই যেন কমতি নেই। তবে এবার বাজার দর নিয়ে বেশ অসন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, শীতের আমেজে সবজি বাজারে উঠলেও গত বছরের তুলনায় দাম বেশ চড়া।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেমন কোনো তারতম্য নেই। তবে দাম চড়া বলে দাবি করছেন ক্রেতা সাধারণ। চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো, শিম,ঢেঁড়স করল্লা, বেগুনসহ নানান শীতকালীন সবজি। পাকা টমেটোর কেজি প্রতি খুচরা মূল্য ১১০ থেকে ১২০ টাকা। বাজারে শীতের আগাম সবজি শিম পাওয়া গেলেও তা এখনও বাজার ও মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। কমছে না শীতের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির দামেও। ছোট একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। মূলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে। পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। ঝিঙার কেজি ৭০ থেকে ৮০ টাকা। এছাড়াও প্রতিটি লাউ গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।
পেঁয়াজ আগের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আলুর দাম সরকার কর্তৃক বেঁধে দেওয়া হলেও ক্রেতারা কিনছে চড়া দামে। সরকার পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ টাকা বলা হলেও বাজার ঘুরে জানা যায় কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা। এতে খুচরা বিক্রেতারা জানাচ্ছে, ‘কেনা দামেই ছাড়তে হচ্ছে আলু’।
ফিচার বিজ্ঞাপন
ট্যাক্স, ভ্যাট, BIDA, IRC & COMPANY REGISTRATION CONSULTANTS
কুয়ালালামপুর-লঙ্কাউ ৫দিন ৪ রাত
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মতে, শিম, ফুলকপি, বাঁধাকপির সরবরাহ বেড়েছে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে ধীরেই কমছে এসব সবজির দাম। ব্যবসায়ীরা আশা করছেন খুব শিগগিরই কমবে সবজির দাম।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৫৪ বার পড়া হয়েছে





