এই ঈদে নগদ ও Crescent Footwears Ltd. নিয়ে এলো দারুণ ক্যাশব্যাক অফার! এখন Crescent Footwears Ltd.-এর শো-রুম থেকে পছন্দের জুতা কিনে, নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% ফ্ল্যাট ক্যাশব্যাক!
অফারের বিস্তারিত:
১। Crescent Footwear Ltd.-এর যেকোন ব্রাঞ্চ থেকে কেনাকাটা করে নগদ-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই থাকছে ফ্ল্যাট ১০% ক্যাশব্যাক।
২। এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন, যদি মার্চেন্ট ষ্টোর থেকে সরাসরি কেনাকাটা করে মার্চেন্ট কিউআর কোড দিয়ে নগদ অ্যাপ অথবা ইউএসডি-এর মাধ্যমে পেমেন্ট করেন।
৩। অফার চলাকালে নগদ-এর মাধ্যমে পেমেন্টে একাধিকবার ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবে।
৪। অফারটি ১৫ জুলাই, ২০২১ থেকে ২২ জুলাই, ২০২১ পর্যন্ত চলবে।
৫। অফারটি পেতে আপনার নগদ একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।
৬। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।
৭। এই অফার সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ফিচার বিজ্ঞাপন
Moscow & St.Petersburg 6D/5N
Domain Registration
SIliguri – Gangtok – Lachung (Sikkim) 7D/6N
৮। নগদ ঘোষণা করে যে:
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না।
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।
গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২০০ বার পড়া হয়েছে