ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগ চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই বিভাগের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর। ২৩ জুলাই তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে বিমান বাহিনীর উইং কমান্ডার ইমরানুর রহমানকে ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, এরআগে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগ চালুর আগে বেবিচকে পরিচালনা ও পরিকল্পনা বিভাগের অধীনে ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পরিচালিত হতো। নতুন এ বিভাগের আওতায় উড়োজাহাজ, এয়ারলাইনস, পাইলট, প্রকৌশলীদের লাইসেন্স, ফ্লাইট সেফটিসহ অন্যান্য বিষয়ের মান নিয়ন্ত্রণ হবে।

এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর বলেন, ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশনের কাজের ব্যাপ্তি অনেক বৃহৎ। দিনদিন এর পরিসর বৃদ্ধি পাচ্ছ। এই বিভাগ চালুর ফলে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে, একই সঙ্গে ফ্লাইট স্টান্ডার্ড ও রেগুলেশনের কাজের মানও উন্নয়ন হবে।

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

এদিকে ১৮ জুলাই এক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়। এয়ার কমডোর মো. খালিদ হোসেনকে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৫৯৭ বার পড়া হয়েছে