ভারতে Jawa ব্র্যান্ড লঞ্চের ঠিক এক বছর পরে লঞ্চ হল Jawa Perak। এটাই ভারতের সবথেকে সস্তা ববার মোটরসাইকেল। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে 2020 সালের জানুয়ারি মাসে Perak বুকিং শুরু হবে। ডেলিভারি শুরু হবে আগামী বছর এপ্রিলে। জানুয়ারি মাসে বুকিং শুরু হওয়ার পরে তিন মাস এই মোটরসাইকেলের বুকিং নেবে Jawa। প্রথম ধাপের বুকিং ডেলিভারি করার পরে দ্বিতীয় ধাপে Perak বুকিং শুরু করবে Jawa। এক নজরে Jawa Perak মোটরসাইকেল সম্পর্কে সব তথ্য জেনে নিন:
- 1946 সালের প্যারিস মোটর শোতে প্রথম Perak মোটরসাইকেল সামনে এনেছিল Jawa। সেই নামেই লঞ্চ হয়েছে নতুন এই মোটরসাইকেল।
- শুরুতে 1.89 লক্ষ টাকা (এক্স শো-রুম) দামে এই মোটরসাইকেল বিক্রির ঘোষণা করলেও 5,000 টাকা বেশি দামে এই মোটরসাইকেল বিক্রি হবে।
- আগামী বছর বিক্রি শুরু হবে এই মোটরসাইকেল, থাকছে একটি BS6 ইঞ্জিন।BS6 ইঞ্জিনে লঞ্চ হবে Jawa Perak
- এই মোটরসাইকেলে থাকছে একটি 334 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে 30 bhp শক্তি আর 31 Nm টর্ক পাওয়া যাবে।
- মোটরসাকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক। পিছনে থাকছে একটি মনোশক।
- সামনে ও পিছনের চাকায় থাকছে ডিস্ক ব্রেক, সাথে থাকছে ডুয়াল চ্যানেল ABS।
- এই মোটরসাইকেলে একটি মাত্র সিট থাকছে। সিটের পিছনে থাকছে টেল ল্যাম্প।
- ম্যাট ব্ল্যাক রঙের এই মোটরসাইকেলের স্পোকেও থাকছে কালো ফিনিশ।
- Jawa Perak মোটরসাইকেলে থাকছে 1485 মিমি হুইল-বেস।
- পিথমপুর কারখানায় এই মোটরসাইকেল তৈরি করবে Jawa।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
US Student Visa
৪৫১ বার পড়া হয়েছে





