TVS Auto Bangladesh Ltd দিচ্ছে ৪ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিস্ককাউন্ট। অফারটি তারা দিচ্ছে তাদের ৬টি মডেলের মোটরসাইকেলের উপর, অফারটি চলবে আগামী ২৫ জুন ২০১৯ তারিখ পর্যন্ত।
TVS XL 100 i-Touch হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামী মোটরসাইকেল। এই মোটরসাইকেলের বর্তমান দাম হচ্ছে ৫৫,৯০০ টাকা। বাইকটি হচ্ছে মপেড টাইপ মোটরসাইকেল। গ্রামাঞ্চলে এই মোটরসাইকেলটি পন্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এর ইঞ্জিন থেকে ৪.৩ BHP এবং ৬.৫ NM টর্ক ক্ষমতা উৎপন্ন করতে পারে। এই বাইকটির ইঞ্জিনের সাথে একটি সিঙ্গেল স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে, যাতে করে মেয়েরা খুব সহজেই বাইক চালানো বা রাইড করা শিখতে পারে। বাইকটি ওজনে যথেষ্ট হালকা, মাত্র ৮৬ কেজি ওজন বাইকটির। তবে এটি ২৪০ কেজির উপরে ওজন নিয়ে চলতে সক্ষম । বাইকটি কিক এবং ইলেক্ট্রিক দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে।
সম্প্রতি টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে টিভিএস মেট্রো ১০০ নতুন ভার্সন, যা পুরাতন ভার্সনের চেয়ে লং সিট ও বেশি মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে । এই বাইকটি বাংলাদেশে ১০০সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । নতুন এই মেট্রো আগের ভার্সনের মতই একই ১০০সিসি ইঞ্জিন দেয়া হয়েছে । বাইকটি যারা রাইড শেয়ারিং করে থাকেন তাদের কাছে অনেক জনপ্রিয় একটি বাইক। টিভিএস তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের মধ্যে এপাচি আরটিআর ১৫০, আরটিআর ১৬০, এবং স্কুটার জুপিটার এবং উইগোতেও দিচ্ছে এই ডিস্কাউন্ট অফার। বর্তমানে মেয়েদের মাঝে স্কুটার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, যারা প্রতিদিনের ট্রাফিক জ্যাম ও পাবলিক বাসের ঝামেলা এড়িয়ে চলতে চান তাদের জন্য স্কুটার একটি ভাল মাধ্যমে।
ফিচার বিজ্ঞাপন
কলম্বো ও ক্যান্ডি ৪দিন ৩ রাত
Email Marketing
চায়না ভিসা (বিজনেসম্যান)
এই অফারটি ২৫ জুন ২০১৯ তারিখ পর্যন্ত থাকবে। এছাড়া এই অফারটি সারা বাংলাদেশের সকল টিভিএস শোরুম থেকেই উপভোগ করা যাবে। যারা কম দামে টিভিএস এর মোটরসাইকেল ক্রয় করতে চান তাদের জন্য এই অফার একটি দারুন সুযোগ, এই সুযোগে তাদের তাদের পছন্দের টিভিএস মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২,১৪৫ বার পড়া হয়েছে