ইয়ামাহা সালুতো বাইকটিকে ডিজাইন করা হয়েছে কমিউটার ফিচারসমৃদ্ধ একটি শক্তিশালি প্যাকেজ হিসেবে। এর ১২৫ সিসি প্রতিযোগীদের পাশাপাশি এরও বেশকিছু আকর্ষনীয় দিক রয়েছে। এসকল ফিচারগুলো ইয়ামাহা সালুতোকে এমন এক অবস্থানে পৌছে দেয় যাতে ক্রেতারা চাইলেও বাইকটিকে অগ্রাহ্য করতে পারেন না।

১২৫ সিসি ব্লু-কোর ইঞ্জিন

ইয়ামাহা সালুতোর ইঞ্জিন একটি ১২৫ সিসি এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ইয়ামাহার নিজস্ব ব্লু-কোর টেকনোলজিতে তৈরী করা। এবং এর ফলে এটা ভাইব্রেশনবিহীন ও স্মুথভাবে পারফর্ম করে। Yamaha Saluto এর এয়ার কুলড SOHC ইঞ্জিন ৮.৩ পিএস শক্তি উতপন্ন করতে পারে। এর অন্যতম অভাবনীয় বিষয় হচ্ছে, ইয়ামাহা এর ভাষ্যমতে বাইকটি টেস্ট কন্ডিশনে ৭৮ কেএমপিএল পর্যন্ত মাইলেজ দেবে।

হালকা ওজন

ইয়ামাহা সালুতো এর আরেকটি মূল ফিচার হচ্ছে এর হালকা ওজন। বর্তমানে আমাদের দেশে এই সেগমেন্টে ইয়ামাহা সালুতোই সবচাইতে হালকা বাইক। আমরা সবাই জানি যে হালকা ওজন বাইকের হ্যান্ডলিং এবং মাইলেজে অনেক প্রভাব ফেলে। মাত্র ১১২ কিলোগ্রাম ওজনসম্পন্ন হওয়ায় ইয়ামাহা সালুতো এর রাইডিং এবং কন্ট্রোলিং সেগমেন্ট এর অন্যান্য বাইকের চাইতে অনেকগুনেই এগিয়ে।

অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স

ইয়ামাহা সালুতোতে ১৮০ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে যা যেকোন প্রকারের রাস্তায় কমিউটিং করার জন্য যথেষ্ট। এবং এই অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর ফলে এটা রুক্ষ সারফেস এবং স্পীড ব্রেকারের মধ্য দিয়ে খুব সহজেই চলতে পারবে।

উন্নত সাসপেনশন

Yamaha Saluto এর উভয় সাসপেনশনই অত্যান্ত উন্নতমানের। এগুলো যেকোনপ্রকারের রাস্তার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম।

আরামদায়ক প্রশস্ত সিট

ফিচার বিজ্ঞাপন

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

ইয়ামাহা সালুতো বাইকে রয়েছে ৬৮০ মিলিমিটার লম্বা আরামদায়ক সিট। সিটটি  রাইডার এবং পাইলিয়নের আরামের জন্য হিসেবমতো কার্ভড করা। এটা সম্পূর্ন বাইকের সাথে অত্যান্ত মানানসই এবং পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানোর জন্যও যথেষ্ট বড়।

এলয় রিম এবং টিউবলেস টায়ার

ইয়ামাহা সালুতো এর উভয় চাকাতেই এলয় রিম রয়েছে। উভয় টায়ারই টিউবলেস। তাই, রাস্তায় এর আচমকা ফ্ল্যাট হয়ে যাবার কোন সম্ভাবনা নেই। ইয়ামাহা সালুতো দুটি ভিন্ন ব্রেকিং অপশন সম্পন্ন । পেছনে একই ড্রামব্রেক সম্পন্ন বাইকটি সামনে ড্রাম ব্রেক অথবা ডিস্ক ব্রেক – দুটি অপশনে পাওয়া যাবে।

শাড়ি গার্ড

Yamaha Saluto ডিজাইন করা হয়েছে রাইডারের পারিবারিক সকল প্রয়োজন মাথায় রেখে, তাই বাইকটিতে একটি উন্নমানের ও সুন্দর ডিজাইনের শাড়ি গার্ড রয়েছে। শাড়ি গার্ডটি দেখতে সুন্দর, ওজনে হালকা, এবং শক্তিশালি। এছাড়াও এর বামপাশে একটি বড় আকারের ফুটরেস্ট দেয়া হয়েছে যাতে করে যেসকল নারী পাইলিয়ন দুই পা একই দিকে অর্থাৎ বামদিকে দিয়ে বসেন তাদের পা রাখতে কোনপ্রকার অসুবিধা না হয়।

ইলেকট্রিক স্টার্ট

একটি স্মার্ট কমিউটার বাইক হওয়াতে ইয়ামাহা সালুতো ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম সমৃদ্ধ। এছাড়াও এতে কিকস্টার্ট দেয়া হয়েছে যাতে যেকোন প্রকারের আবহাওয়াতেও বাইক স্টার্ট দিতে কোনপ্রকার সময়সা না হয়।

Source: bikebd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



১,২৪৭ বার পড়া হয়েছে